![](https://media.priyo.com/img/500x/https://media.assettype.com/bdnews24%2F2024-01%2F288eae24-9d8b-406c-ac0a-15c9673cc171%2Fcabinet_car_101223_1.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=800)
নতুন মন্ত্রিসভার জন্য প্রস্তুত ৪০ গাড়ি
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৪, ১৮:৫০
নতুন মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছেন, এ নিয়ে জল্পনা কল্পনার মধ্যে ৪০টি গাড়ি প্রস্তুত রেখেছে সরকারি পরিবহন পুল। এসব গাড়িতে করেই মন্ত্রী-প্রতিমন্ত্রীদেরকে বঙ্গভবনে আনা হবে।
এরই মধ্যে নতুন সরকার গঠনে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আর মন্ত্রিসভা নিয়ে আলোচনার জন্য বঙ্গভবনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগে সেখানে পৌঁছে যান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
সরকারি যানবাহন অধিদপ্তর পরিবহন কমিশনার মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার আমরা পুলের ৪০টি গাড়ি মন্ত্রিসভায় হস্তান্তর করব। বাদ বাকি সিদ্ধান্ত সেখান থেকে হবে।”