শিশু আয়ানের মৃত্যু: ইউনাইটেড হাসপাতালের লাইসেন্স বাতিলে রিট আবেদন
                        
                            www.ajkerpatrika.com
                        
                        
                        
                         প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২৪, ১৪:০৬
                        
                    
                খতনা করতে গিয়ে ৫ বছরের শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনায় রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল চেয়ে হাই কোর্টে রিট আবেদন করা হয়েছে। তাতে জড়িত চিকিৎসকদেরও লাইসেন্স বাতিল চাওয়া হয়। পাশাপাশি মৃত আয়ানের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।
আজ মঙ্গলবার আইনজীবী শাহজাহান আকন্দ মাসুম রিট আবেদনটি দায়ের করনে। এটি শুনানির জন্য বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লার বেঞ্চে উপস্থাপন করা হবে বলে তিনি জানান।