কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিরোধী হতে রাজি নয় স্বতন্ত্ররা

দেশ রূপান্তর প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২৪, ১০:৪৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল বলছে, আওয়ামী লীগই আবার সরকার গঠন করবে। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বিতীয় হয়ে বিরোধী দলের আসনে বসার সংখ্যাগরিষ্ঠতাও পেয়েছে আওয়ামী লীগ। তবে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা বিরোধী দলের আসনে বসতে রাজি নন বলে একাধিক প্রার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে।


তারা দেশ রূপান্তরকে বলেন, সংসদেও তারা আওয়ামী লীগের সঙ্গে থাকতে চান। তারা তো আওয়ামী লীগই। বিরোধী দলে কীভাবে বসবেন?


দেশ রূপান্তরের সঙ্গে কথা হয় এমন একাধিক স্বতন্ত্র প্রার্থী সংসদে সরকারি দল আওয়ামী লীগে যোগ দিয়ে সরকারি দলের আসনেই বসতে চান। আইনজ্ঞদের মতেও, এ সুযোগ আছে। সরকারি দলে যোগ দিলেও সংসদ সদস্য পদ বাতিল হবে না। স্বতন্ত্র প্রার্থীদের এমন ইচ্ছা পোষণের বিষয়টি নিয়ে কথা হয় আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতার সঙ্গে। তাদের ভাষ্য, আইনে কী আছে, জটিলতা কোথায় আছে এগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। জাতীয় পার্টিকে (জাপা) বিরোধী দলের আসনে বসাতে চায় আওয়ামী লীগ। এজন্য কী করা যায় সেটি যাচাই-বাছাই করা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও