![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-01%252Fe8cf46d3-3618-4ada-bb96-d67c6157b894%252FWhatsApp_Image_2024_01_08_at_6_28_56_PM.jpeg%3Fauto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D70%26w%3D640)
সরকার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে: এবি পার্টি
প্রথম আলো
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৪, ১৯:১৫
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে জনগণ আওয়ামী লীগকে আর চায় না, এমনটা জানিয়ে দিয়েছে বলে দাবি করেছে এবি পার্টি। আওয়ামী লীগ সরকার পদত্যাগ না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে বলেও জানিয়েছে।
আজ সোমবার বিকেলে রাজধানীর বিজয়নগরে এক সংক্ষিপ্ত সমাবেশে এবি পার্টির নেতারা এসব কথা বলেন। ‘প্রহসনের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র হত্যার’ প্রতিবাদে তাঁরা এই সমাবেশে করেন। সমাবেশের পর তাঁরা এই ভোট প্রত্যাখ্যান করে কালো পতাকা মিছিল করেন।
সমাবেশে এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মেজর (অব.) আবদুল ওহাব বলেন, অবৈধ এই সরকার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে। সবাইকে এই আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান তিনি।
- ট্যাগ:
- রাজনীতি
- পদত্যাগ
- পদত্যাগের দাবি