বৃহত্তর যুদ্ধ এড়ানোর প্রচেষ্টায় মধ্যপ্রাচ্যে ব্লিনকেন
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন সতর্ক করে বলেছেন, সমবেত শান্তি প্রচেষ্টা ছাড়া গাজা যুদ্ধ মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়তে পারে।
ওই অঞ্চলজুড়ে বিস্তৃত একটি যুদ্ধের সম্ভাবনা এড়াতে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছেন ব্লিনকেন। এ উদ্দেশ্যে মধ্যপ্রাচ্যজুড়ে পাঁচ দিনের এক সফর শুরু করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
এই সফরের অংশ হিসেবে রোববার তিনি জর্ডান ও কাতার সফর করেছেন। সোমবার এ নিয়ে তিনি সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের সঙ্গে আলোচনা করবেন। এ উদ্দেশ্যে কাতারের রাজধানী দোহা থেকে আবুধাবি গিয়েছেন তিনি।