মুজিবকে নিয়েই ভারতের বিপক্ষে আফগান দল ঘোষণা
আন্তর্জাতিক ক্রিকেটের ওপর ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের প্রভাব কতটা, সেটি সাম্প্রতিক সময়ে মুজিব-উর-রহমানের আচরণে টের পেয়েছিল আফগানিস্তান। ২০২৪ সালে কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকতে চাওয়ায় ক্রিকেট বোর্ড তার ওপর বেশ ক্ষুব্ধ হয়। জানিয়ে দেওয়া হয় আগামী দুই বছর ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে পারবেন না মুজিব। একইসঙ্গে আরব আমিরাতের বিপক্ষে সিরিজে তাকে স্কোয়াডের বাইরে রাখা হয়। তবে ভারত সফরের জন্য ঘোষিত আফগান দলে রয়েছেন তারকা এই অফ-স্পিনার।
এর মাধ্যমে গত বছরের জুলাইয়ের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামবেন মুজিব। এই বিভাগে তার সঙ্গী দুই রিস্ট স্পিনার কাইস আহমদ ও নুর আহমদ। ভারত সফরের জন্য আফগানদের অধিনায়ক করা হয়েছে ইব্রাহিম জাদরানকে। কিছুদিন আগে ব্যাক সার্জারি করানোয় নিয়মিত অধিনায়ক রশিদ খানকে নিয়ে শঙ্কা রয়েছে, যদিও তাকে রাখা হয়েছে ভারত সিরিজের দলে। তার নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জেতে আফগানিস্তান।