চীনে ১৬ লাখের বেশি বৈদ্যুতিক গাড়ি ফেরত নিচ্ছে টেসলা
প্রথম আলো
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৪, ১৮:২১
গত মাসেই গাড়ির ‘অটোপাইলট’ প্রযুক্তির ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রের প্রায় ২০ লাখ গাড়িকে ফেরত নিয়েছিল ইলন মাস্কের মোটরগাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা মোটরস।
এবার চীনেও ঘটছে একই ঘটনা। চীন থেকে ১৬ লাখের বেশি বৈদ্যুতিক গাড়িকে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। টেসলার গাড়ির অটোমেটিক অ্যাসিস্টেড স্টিয়ারিং ও ডোর লক কন্ট্রোল প্রযুক্তিতে ত্রুটি খুঁজে পাওয়া গেছে, জানিয়েছে চীনের বাজার নিয়ন্ত্রক সংস্থা দ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ফর মার্কেট রেগুলেশন (এসএএমআর)।