রাজধানীতে যান চলাচল সীমিত
আগামীকাল রোববার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এর আগের দিন আজ শনিবার সকাল ৬টা থেকে নির্বাচন বাতিলের দাবিতে সারা দেশে ৪৮ ঘণ্টার হরতাল পালন করছে বিএনপি। আগামী সোমবার সকাল ৬টা পর্যন্ত এ কর্মসূচি পালন করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
আজ সকালে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সক্রিয় রয়েছে অল্প কিছু গণপরিবহন। যাত্রীর সংখ্যাও অন্য যেকোনো দিনের চেয়ে তুলনামূলক কম। অনেকক্ষণ অপেক্ষার পর গন্তব্যের গাড়িতে উঠতে দেখা যায় তাদের। এছাড়া সিএনজি অটোরিকশার মতো পরিবহনও রয়েছে অল্প। নিষেধাজ্ঞার কারণে বন্ধ রয়েছে মোটরসাইকেল চলাচল। তবে চলাচল করছে মেট্রোরেল।