২ মিনিটের গুগল মিটের কলে ২০০ কর্মী ছাঁটাই
www.ajkerpatrika.com
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৪, ২০:২৭
বছরের শুরুতেই বড়সংখ্যক কর্মী ছাঁটাই করল যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন রিয়েল এস্টেট কোম্পানি ফ্রন্টডেস্ক। গত মঙ্গলবার গুগল মিটের মাধ্যমে ২ মিনিটের ভার্চ্যুয়াল কলে ২০০ কর্মীকে ছাঁটাই করে কোম্পানিটি। ছাঁটাই হওয়া এসব কর্মীদের মধ্যে পূর্ণকালীন, খণ্ডকালীন ও চুক্তিভিত্তিক- সব ধরনের কর্মী ছিলেন। তাঁরা ভার্চুয়াল কলে যুক্ত ছিলেন।
প্রযুক্তি বিষয়ক অনলাইন নিউজ পোর্টাল টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুসারে, ওই ভার্চ্যুয়াল কলে ‘কোম্পানির আর্থিক দুর্দশার’ কথা তুলে ধরেন ফ্রন্টডেস্কের সিইও জেসসে ডেপিন্টো। দেউলিয়া ঘোষণার বিকল্প হিসেবে কোম্পানিকে রাষ্ট্রের হাতে ছেড়ে দেওয়ার ইচ্ছাও প্রকাশ করেন তিনি।
- ট্যাগ:
- প্রযুক্তি
- কর্মী ছাঁটাই
- গুগল মিট