ঋণ পুনঃ তফসিল: ১ কোটি টাকা না দিলে নির্বাচন করতে পারতেন না স্বাস্থ্যমন্ত্রী
প্রথম আলো
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৪, ১১:২৬
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের পারিবারিক কোম্পানি বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড রাষ্ট্রমালিকানাধীন অগ্রণী ব্যাংকের কাছে ১৩১ কোটি টাকার দেনাদার ছিল ৩১ জুলাই ২০২৩ পর্যন্ত। কোম্পানিটির অন্যতম শেয়ারহোল্ডার স্বাস্থ্যমন্ত্রী। এর আগে তিনবার খেলাপি তালিকা থেকে কোম্পানিটি নাম কাটিয়েছে পুনঃ তফসিল করে ।
চতুর্থবার পুনঃ তফসিল করতে গেলে গত অক্টোবরে অগ্রণী ব্যাংক বিডি থাই ফুডকে জানায়, পুঁজিবাজার থেকে তোলা ১৫ কোটি টাকার মধ্যে ৫ কোটি টাকা অগ্রণী ব্যাংককে দেওয়ার যে শর্ত ছিল, তা আগে পূরণ করা হোক। দ্বাদশ সংসদ নির্বাচনে স্বাস্থ্যমন্ত্রীর প্রার্থী হওয়া ঝুঁকির মধ্যে পড়লে তাঁর পক্ষে বিডি থাই ফুড জমা দেয় ১ কোটি টাকা। আর দেয় বাকি ৪ কোটি টাকার চারটি চেক, যেগুলো পাস হবে ২০২৪ সালজুড়ে। স্বাস্থ্যমন্ত্রী মানিকগঞ্জ–৩ আসন থেকে নির্বাচন করছেন।