যুব দলের ক্রিকেটারদের স্বপ্ন পূরণ করলেন তামিম

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৪, ১০:২৭

সর্বশেষ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চলাকালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের একাধিক ক্রিকেটার তামিম ইকবালের থেকে ব্যাট কিনতে চেয়েছিলেন। এবার তাদের সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। স্কোয়াডের সকল সদস্যের জন্যই ব্যাটের ব্যবস্থা করেছেন তামিম।


যুব ক্রিকেটারদের হয়ে তামিমের সঙ্গে ব্যাটের জন্য যোগাযোগ করেছিলেন হান্নান সরকার। যুব দলের প্রধান নির্বাচক ৪টা ব্যাট চেয়েছিলেন তামিমের কাছে। তবে তামিম বিসিবির সঙ্গে কথা বলে পুরো ১৫ জনের জন্যই ব্যাট কিনার ব্যবস্থা করেন।


বিসিবি সভাপতি নাজমুল হাসান ও প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরির সঙ্গে কথা বলে টাকার ব্যবস্থা করেন তামিম। এরপর পাকিস্তানি ব্যাট প্রস্তুতকারী কোম্পানি ‘সিএ’কে ব্যাটের অর্ডার দেন এই ওপেনার। ব্যক্তিগত কাজে আগে দুবাই গিয়েছিলেন তামিম, সেখানেই সিএর থেকে ব্যাটগুলো বুঝে পেয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও