টেস্ট ক্রিকেটকে বাঁচাতে যে আইন চায় ক্রিকেট অস্ট্রেলিয়া
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৪, ১৫:১৯
সাম্প্রতিক কয়েক বছর ধরেই টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। আগামীতে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটের জনপ্রিয়তার ভিড়ে টেস্ট ক্রিকেট হারিয়ে যাওয়ার আশঙ্কা করছেন ক্রিকেট বিশ্লেষকরা।
এর মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড ঘোষণার পর এই আলোচনা নতুন উচ্চতায় পৌঁছেছে। কিউইদের বিপক্ষে ৭ নতুন মুখ নিয়ে স্কোয়াড ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। অপরদিকে দেশটির বড় তারকা ক্রিকেটাররা টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি এসএ২০ খেলার জন্য দেশেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে আগামীতে টেস্ট ক্রিকেটে আশঙ্কার ‘অচলাবস্থা’ কাটাতে নতুন কোনো কৌশল নিয়ে ভাবতে হচ্ছে দীর্ঘ ফরম্যাটের খেলা নিয়ে উদ্বিগ্ন ক্রিকেট বিশ্লেষকদের।
- ট্যাগ:
- খেলা
- টেস্ট ক্রিকেট
- অস্ট্রেলিয়া ক্রিকেট