করোনার নতুন ভ্যারিয়েন্ট, ঝুঁকিপূর্ণ স্থানে ফের মাস্ক পরার পরামর্শ

দেশ রূপান্তর প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৪, ০৯:১২

বিশ্বের বিভিন্ন দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট জেএন.১  দেখা দেওয়ায় ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে পুনরায় মাস্ক পরার পরামর্শ দিয়েছে কভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। 


গতকাল মঙ্গলবার অধ্যাপক ডাঃ মোহাম্মদ সহিদুল্লার সভাপটিত্তে অনুষ্ঠিত কমিটির ৬৫তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।


সভায় কভিড-১৯ এর সর্বশেষ পরিস্থিতি, নতুন ভ্যারিয়েন্ট জেএন.১ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাম্প্রতিক পরামর্শ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশ্বের বেশ কিছু দেশে কভিড-১৯ সংক্রমণ আর এই ভ্যারিয়েন্ট বৃদ্ধি পেয়েছে। দেশে কভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রিত অবস্থায় রয়েছে এবং উক্ত ভ্যারিয়েন্ট চিহ্নিত হয়নি।


সভায় এর প্রেক্ষিতে জাতীয় পরামর্শক কমিটি মাস্ক পরা সহ কভিড প্রতিরোধে অন্যান্য জনস্বাস্থ্যমূলক ব্যবস্থা নেয়ার বিষয়ে মতামত ব্যক্ত করে। বিশেষ করে উচ্চ ঝুঁকিপূর্ণ স্থানে যেমন হাসপাতাল/চিকিৎসা কেন্দ্র এবং উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তি যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদেরকে সতকর্তা হিসেবে মাস্ক ব্যবহার করার পরামর্শ দিয়েছে । কমিটি মনে করে কভিড-১৯ ছাড়াও অন্যান্য স্বাস্থ্য সমস্যা প্রতিরোধে এটা সহায়ক হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও