নভেম্বরের বেতনই পাননি সাবিনারা, স্টাফরা পেয়েছেন ডিসেম্বরের

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৪, ১৯:১৪

নতুন বছরের দু’দিন পার হয়েছে ইতোমধ্যে। কিন্তু এখনও আগের বছরের দুই মাসের বেতন বকেয়া রয়ে গেছে সাবিনা খাতুনদের। গত ১৬ আগস্ট বাফুফে ৩১ নারী ফুটবলারের সঙ্গে চুক্তি করেছিল। সেই চুক্তি অনুযায়ী ১ সেপ্টেম্বর থেকে বর্ধিত হারে বেতন পাওয়ার কথা সাবিনা-মারিয়াদের। ২০২৩ সালের সেপ্টেম্বর-ডিসেম্বর চার মাসের মধ্যে মাত্র দুই মাসের বেতন পেয়েছেন তারা।


ডিসেম্বরের প্রথম সপ্তাহে সিঙ্গাপুরের বিপক্ষে সিরিজ জিতে বেতন ও ম্যাচ ফি ছাড়াই বাড়িতে গিয়েছিলেন নারী ফুটবলাররা। এরপর তারা অক্টোবর মাসের বেতন পেয়েছিলেন। পনেরো দিনের ছুটি কাটিয়ে মেয়েরা ইতোমধ্যে অনুশীলনে ঘাম ঝরানো শুরু করলেও, এখনও নভেম্বর মাসের বেতনই পাননি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও