![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-01%252F593cee92-d25d-4c79-97d7-faea057da7c3%252FGermany_Flood.jpg%3Frect%3D0%252C18%252C335%252C188%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.1)
জার্মানির উত্তরাঞ্চলে বন্যা
জার্মানির উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের তিন প্রদেশে বন্যা দেখা দিয়েছে। ভারী বৃষ্টির কারণে এসব প্রদেশের নদীর পাড় ছাপিয়ে বিস্তৃত অঞ্চল প্লাবিত হয়েছে। বন্যা উপদ্রুত এলাকায় কয়েক হাজার সাহায্যকারী মোতায়েন করা হয়েছে। এ ছাড়া হাজার হাজার স্থানীয় স্বেচ্ছাসেবক বন্যাকবলিত এলাকার লোকজনকে সাহায্যে কাজ করছেন।
বন্যার কবলে পড়া প্রদেশ তিনটি হলো—লোয়ার স্যাক্সনি, থুরিংগেন ও স্যাক্সনি-আনহাল্ট। বেশ কিছু অঞ্চলে পানির তোড়ে নদীরক্ষা বাঁধে ফাটল দেখা দিয়েছে।
জার্মানির আবহাওয়া দপ্তর জানিয়েছে, দেশের উত্তর-পশ্চিম ও পশ্চিমাঞ্চলে আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ভারী বৃষ্টি
- বন্যার আশঙ্কা