You have reached your daily news limit

Please log in to continue


২০২৩ সালে প্রযুক্তি খাতে বড় বিজয়ীরা

গোটা ২০২৩ সালজুড়েই প্রযুক্তি খাতে বেশ কিছু নাটকীয় মূহুর্ত দেখা গেছে। হোক সেটা ইলন মাস্কের ‘একের পর এক আবদার’ বা জেনারেটিভ এআই প্রযুক্তি নিয়ে বিভিন্ন কোম্পানির মধ্যে প্রতিযোগিতা।

তবে, অনেক কোম্পানিই লাভের মুখ দেখায় এবারের বছরকে সম্ভবত খারাপ বলার উপায় নেই। আর এ খাতের সম্মুখসারীতে ছিল থ্রেডস ও এআই প্রযুক্তি। এ ছাড়া, অগমেন্টেড রিয়ালিটি’র সুবিধাওয়ালা ভিশন প্রো হেডসেট উন্মোচন করে চমক দেখিয়েছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপলও।

সে বিষয়টি বিবেচনায় রেখে ২০২৩ সালের সবচেয়ে বড় বিজয়ীদের তালিকা প্রকাশ করেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন