সংসদ নির্বাচন ঘিরে সেন্ট মার্টিনের পর্যটন বন্ধ থাকবে ৩ দিন

বিডি নিউজ ২৪ সেন্টমার্টিন, কক্সবাজার প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৩, ১৮:০৭

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ৬ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত কক্সবাজারে টেকনাফ- সেন্ট মার্টিন নৌপথে জাহাজসহ পর্যটকবাহী সব ধরনের নৌযান চলাচল এবং দ্বীপের হোটেল মোটেল বন্ধ থাকবে। 


শনিবার সন্ধ্যায় গণবিজ্ঞপ্তিতে কক্সবাজারের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শাহিন ইমরান এ তথ্য জানান। 


কক্সবাজার জেলা পর্যটন সেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা বলেন, নির্বাচনের আগের দিন, ভোট গ্রহণের দিন ও ভোটের পরদিন সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ ও সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 


“এ সময় দ্বীপটিতে কোনো বহিরাগত লোকজন থাকতে পারবেন না। নির্বাচনকালীন বহিরাগত ব্যক্তিদের চলাচল যেহেতু বন্ধ থাকবে, সে জন্য ৬ জানুয়ারি রাত ১২টা থেকে ৮ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত সব দ্বীপটির সব হোটেল-মোটেল ও গেস্টহাউস বন্ধ থাকবে।” 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও