![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-12%252Fa9f190d0-8e80-43dd-b043-0f0e30b913eb%252F31122023_cm_1.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.9)
হার্টের স্টেন্টের দাম নিয়ে বিশৃঙ্খলা
প্রথম আলো
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৩, ১০:৪৬
হৃদ্রোগের জরুরি চিকিৎসায় ব্যবহৃত স্টেন্ট সরকার নির্ধারিত দামে সব রোগী পাচ্ছেন না। দাম নিয়ে বাজারে একধরনের বিশৃঙ্খল পরিস্থিতি দেখা যাচ্ছে। বেশি দামেই স্টেন্ট কিনতে হচ্ছে রোগীদের।
আজ রোববার ঔষধ প্রশাসন অধিদপ্তর বিশেষজ্ঞ চিকিৎসক ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে সভা ডেকেছে। অধিদপ্তর সূত্র বলেছে, নতুন করে দাম নির্ধারণের বিষয়ে সভায় আলোচনা হতে পারে।
ব্যবসায়ীদের অভিযোগ, ঔষধ প্রশাসন অধিদপ্তর যৌক্তিকভাবে স্টেন্টের দাম নির্ধারণ করেনি। এই বিতর্কের মধ্যে মানুষ বিভ্রান্ত হচ্ছে। চিকিৎসা বিঘ্নিত হওয়ার ঝুঁকিও তৈরি হচ্ছে।