ফিরে দেখা ২০২৩: আইএমএফের শর্ত পূরণে আর্থিক খাতে নানা সংস্কারের চেষ্টা

প্রথম আলো প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৩, ২২:৫৮

কোভিড-১৯–এর ধাক্কা সামলিয়ে ২০২১ সালের মাঝামাঝি থেকে পুরোদমে অর্থনৈতিক কার্যক্রম শুরু হয়। কিন্তু ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জিনিসপত্রের দাম বেড়ে যায়। এ রকম প্রেক্ষাপটে ২০২১-২২ অর্থবছরে দেশের আমদানি ৪০ শতাংশ বৃদ্ধি পায়। আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে (আইএমএফ) লেখা এক চিঠিতে আমদানি বৃদ্ধিকে ‘নাটকীয়’ বলে উল্লেখ করেছে খোদ অর্থ মন্ত্রণালয়।


তবে অপরিণামদর্শী ও ক্রমবর্ধমান আমদানির কারণে যে বিপুল পরিমাণে মার্কিন ডলার ব্যয় হয়ে যাচ্ছিল, তা নজরে রাখেনি বাংলাদেশ ব্যাংক। তখন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ছিলেন ফজলে কবির। ওই অর্থবছরের ১১ মাসে ৯ ধরনের পণ্য আমদানিতেই বাড়তি ডলার গুনতে হয়েছে ৭৬০ কোটি ডলার। অন্যদিকে রেমিট্যান্স বা প্রবাসী আয়ে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে ১৫ দশমিক ১২ শতাংশ এবং চলতি হিসাবেও ঘাটতি দেখা দেয় ১ হাজার ৭২৩ কোটি ডলার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও