![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-12%252F91652009-f9ba-430b-9714-597e6eed1ae9%252FPele_AFP_Photo__2_.jpg%3Frect%3D0%252C0%252C2048%252C1152%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D70%26w%3D640)
পেলের জার্সি ক্রাইস্ট দ্য রিডিমারের গায়ে
প্রথম আলো
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৩, ২১:৪৬
পেলে মারা গেছেন এক বছর হয়ে গেল। ‘ফুটবলের রাজা’ ওপারে পাড়ি জমালেও ব্রাজিলিয়ানদের মনের মণিকোঠায় যে আজীবন রয়ে যাবেন, সেটার নিদর্শন দেখা গেল কাল তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে।
পেলের প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্রাজিলের মানুষ তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করেছেন। সবচেয়ে বড় আয়োজন দেখা গেছে ব্রাজিলের বৃহত্তম শহর রিও ডি জেনিরোতে। রিওর প্রতীক হিসেবে পরিচিত ক্রাইস্ট দ্য রিডিমারকে গত রাতে পেলের ১০ নম্বর জার্সিতে সাজানো হয়। সেখানে তাঁর বর্ণাঢ্য খেলোয়াড়ি জীবনের প্রশংসা করে লেখা পোপ ফ্রান্সিসের একটি চিঠিও পড়ে শোনায় স্থানীয় অর্কেস্ট্রা দল।