হাতে তীব্র যন্ত্রণা-অসাড়ভাব কঠিন রোগের লক্ষণ নয় তো?

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৩, ১৫:৫৩

শীত আসতেই অনেকে ভুগছেন হাতের যন্ত্রণায়। হঠাৎ করেই হাতের কব্জিতে কিংবা জয়েন্টে ব্যথা ও ঝিনঝিনভাব কিন্তু সাধারণ কোনো লক্ষণ নয়।


এটি হতে পারে কারপাল টানেল সিনড্রোম। সঠিক চিকিৎসায় এই সমস্যা নিয়ন্ত্রণে চলে আসে, তবে এর চিকিৎসা করতে হবে দ্রুত।


কারপাল টানেল সিনড্রোম কী?


বিশেষজ্ঞদের মতে, কারপাল টানেল সিনড্রোম এর কেন্দ্রীয় চরিত্র মিডিয়ান নার্ভ। এই নার্ভ বা স্নায়ু,হাত থেকে কব্জি হয়ে ছড়িয়ে গিয়েছে। তবে কব্জিতে ঢোকার সময় টানেল বা সুড়ঙ্গের মতো ছোট অংশ দিয়ে প্রবেশ করে মিডিয়ান নার্ভ।


কোনো কারণে টানেলের মধ্যকার মিডিয়ান নার্ভে চাপ পড়লে কারপাল টানেল সিনড্রোম দেখা দিতে পারে, বলে মত চিকিৎসকদের। এই সমস্যার একাধিক কারণ থাকতে পারে বলে মনে করে বিশেষজ্ঞরা।


তবে কিছু নির্দিষ্ট ধরনের কাজ বা পেশার সঙ্গে জড়িতদের মধ্যে এ ধরনের সমস্যার ঝুঁকি বেশি। পুরুষদের তুলনায় নারীরা বেশি ভোগেন কারপাল টানেল সিনড্রোমে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও