খাবারের রেসিপি দেবে স্যামসাংয়ের এআই চালিত স্মার্ট ফ্রিজ
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৩, ১৫:২৭
নতুন বছরের জন্য নতুন এক ধরনের এআইভিত্তিক স্মার্ট ফ্রিজ বাজারে আনার ঘোষণা দিয়েছে ইলেকট্রনিক জায়ান্ট স্যামসাং।
আসন্ন ফ্রিজটিতে থাকবে বেশ কয়েকটি চমকপ্রদ এআই ফিচার। আর এর মধ্যে থাকা অভ্যন্তরীণ ক্যামেরার মাধ্যমে বিভিন্ন খাবারের আইটেম শনাক্ত করা যাবে। এ ছাড়া, ফ্রিজের সঙ্গে একটি অ্যাপও যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারী নিজের স্টকে থাকা খাবারের ভিত্তিতে বিভিন্ন রেসিপির পরামর্শ পাবেন।
কোম্পানির পরিকল্পনা, আগামী বছরের ‘সিইসি’ আয়োজনে ‘বিস্পোক ৪-ডোর ফ্লেক্স রেফিজারেটর উইথ এআই ফ্যামিলি হাব+’ ফ্রিজটি উন্মোচন করা। আর ব্যবহারকারী নিজের গ্যালাক্সি ফোনের ডিসপ্লেও দেখার সুবিধা পাবেন ফ্রিজের ৩২ ইঞ্চির ‘ফ্যামিলি হাব’ টাচ স্ক্রিনে। এ ছাড়া, টিকটক ও ইউটিউব ভিডিও দেখার জন্য আলাদা অ্যাপও থাকবে এতে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- স্মার্ট ফ্রিজ
- স্যামসাং
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ২ সপ্তাহ আগে
১ বছর আগে