স্কুটারের ৫ সুবিধা
নারী-পুরুষ সকলেই সহজ বাহন হিসেবে স্কুটারে ঝুঁকছেন। ঢাকা শহরে তো অনেকটা সময় নষ্ট হয় যানযটে বসে। এসব থেকে বাঁচতে চাইলে সহজ সমাধাণ হতে পারে স্কুটার। হালকা–পাতলা এই বাহনের পাঁচটি সুবিধা জেনে নিন এখানে
১. চালানো সহজ
ইলেকট্রনিক ডিভাইসের ক্ষেত্রে একটা কথা খুব প্রচলিত। ‘প্লাগ অ্যান্ড প্লে’। স্কুটার যানটির ক্ষেত্রেও এ কথা প্রযোজ্য। বসুন ও চালান। গিয়ার, ক্লাচের হিসাব–নিকাশ নেই। যদি সাইকেল চালাতে জানেন, তাহলে স্কুটার চালানো আলাদা করে শিখতেও হবে না। আর যদি সাইকেল চালাতে না জানেন, তাহলে শুধু ‘ভারসাম্য’ রাখার চর্চাটা হয়ে গেলেই হলো। রাস্তায় চলাচলের সাহস অর্জন করতে হয়তো কয়েকটা দিন সময় লাগবে, এ–ই যা!
২. আরামদায়ক
স্কুটারে আরাম করে বসা যায় বলেও অনেকে এই বাহনটা পছন্দ করেন। সামনে আয়েশ করে পা রেখে বসা যায়। পিলিয়নের আসনে যাঁরা বসেন, তাঁদের জন্যও সুবিধা। বিশেষ করে বয়স্ক মানুষের জন্য। বাইকের পেছনের অংশটা একটু সরু, কখনো কখনো উঁচু হয় বলে অনেক সময় বয়োজ্যেষ্ঠরা চড়তে সাহস পান না। স্কুটার সে তুলনায় সুবিধাজনক।