কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভালো বেতনের আশ্বাসে বিদেশে নিয়ে যৌনকর্মীর ফাঁদ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৩, ১০:১৯

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার ৪নং ওয়োর্ডের বাসিন্দা আসমা বেগম। সৌদি আরবে প্রায় দুই বছর গৃহকর্মীর কাজ করে দেশে ফিরেছেন। কিছুদিন পর আসমা আবারও বিদেশে গিয়ে কাজ করার চিন্তা করেন। সাইফুল ইসলাম টুটুল ও তৈয়ব আলীর সঙ্গে কথা বলেন। জর্ডানে গিয়ে ভালো বেতনে চাকরি পাওয়ার আশায় সাইফুল ও তৈয়বের সঙ্গে রাজধানীর বাড্ডার লিংক রোডে টুটুল ওভারসিজে আসমা তার পাসপোর্ট জমা দেন। টুটুল ও তৈয়বসহ আরও ১০-১১ জন সেই অফিসে ছিলেন এবং তারা আসমাকে বলেন, জাল ভিসার মাধ্যমে কোনোরকম খরচ ছাড়াই জর্ডানে গিয়ে বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করে মাসে ৫০ হাজার টাকা বেতনে তিনি চাকরি করতে পারবেন। তাদের লোভনীয় প্রস্তাবে আসমা রাজি হন।


২০২১ সালের ৯ জুন টুটুল ও তৈয়ব আসমাকে তুর্কিস এয়ার লাইন্সের একটি বিমানে জর্ডানে পাঠিয়ে দেয়। জর্ডান যাওয়ার ৫-৬ দিন পর আসমা তার চাচা ও মাকে মোবাইল ফোনের মাধ্যমে জানান যে, টুটুল-তৈয়ব ও তার সহযোগীরা মানবপাচারকারী চক্রের সদস্য। তাদের সহযোগীরা আসমাকে আটকিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ভয়াবহ শারীরিক নির্যাতন করছে। জর্ডানে আসমাকে ভালো কাজ নয় বরং পতিতাবৃত্তির জন্য পাচার করা হয়েছে। এরপর ৪-৫ মাস কেটে গেলেও বাড়ির লোকের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেননি তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও