পেট্রোবাংলার কাছে এনবিআরের পাওনা ১৩ হাজার কোটি টাকা
একটি প্রতিষ্ঠানের কাছেই জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বকেয়া শুল্ক-কর ১৩ হাজার কোটি টাকার বেশি। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করে বাংলাদেশ অয়েল, গ্যাস অ্যান্ড মিনারেল করপোরেশন বা পেট্রোবাংলা গত আড়াই বছরে এই বিপুল পরিমাণ শুল্ক-কর দেয়নি। এখন এই শুল্ক-কর পরিশোধের জন্য পেট্রোবাংলাকে চিঠি দিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস।
এটি কোনো প্রতিষ্ঠানের কাছে সর্ববৃহৎ বকেয়া শুল্ক-কর পাওনার ঘটনা। এনবিআর সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
কাস্টমস আইন অনুযায়ী, কমিশনার বরাবর বিল অব এন্ট্রি দাখিল করে আমদানি করা পণ্যের শুল্কায়ন সম্পন্ন করতে হয়। আইন অনুযায়ী, পণ্যের ওপর শুল্ক-কর পরিশোধেরও বাধ্যবাধকতা আছে। কিন্তু পেট্রোবাংলা গত আড়াই বছরে এলএনজি আমদানির পর তাৎক্ষণিকভাবে বিল অব এন্ট্রি দাখিল এবং শুল্কায়ন না করেই তা নিয়ে গেছে। কারণ, এই আমদানি করা এলএনজি বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন। গ্যাস পরিবহনকারী ফ্লোটিং স্ট্রাকচার রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) থেকে সরাসরি পাইপলাইনের মাধ্যমে জাতীয় গ্রিডে যুক্ত হয়।