কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রস্তাবিত মাতারবাড়ী বন্দর কর্তৃপক্ষ: অতিরিক্ত সচিব নন, চেয়ারম্যান হবেন ‘উপযুক্ত’ কেউ

প্রথম আলো মহেশখালী প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৩, ১৫:৪০

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে হতে যাচ্ছে দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর। বন্দরটি পরিচালনা, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের জন্য নতুন একটি কর্তৃপক্ষ গঠন করতে যাচ্ছে সরকার। এর প্রস্তাবিত নাম ‘মাতারবাড়ী বন্দর কর্তৃপক্ষ’। এ জন্য একটি খসড়া আইনও তৈরি করা হয়েছে।


প্রস্তাবিত এই কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে সরকারের একজন অতিরিক্ত সচিবকে চেয়েছিল নৌপরিবহন মন্ত্রণালয়। কিন্তু এ ব্যাপারে মন্ত্রণালয়ের আওতাধীন একটি সংস্থা থেকে আপত্তি আসে। কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে কোনো অতিরিক্ত সচিবকে না দিয়ে একজন ‘উপযুক্ত’ ব্যক্তিকে দেওয়ার প্রস্তাব দেয় সংস্থাটি।


এর ফলে আগের অবস্থান থেকে সরে এসে খসড়া আইনে পরিবর্তন আনছে নৌপরিবহন মন্ত্রণালয়। সে অনুযায়ী, কোনো অতিরিক্ত সচিব নন, প্রস্তাবিত মাতারবাড়ী বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হবেন একজন ‘উপযুক্ত’ ব্যক্তি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও