ডিভাইসের ক্ষতি না করে স্মার্টফোনের স্ক্রিন পরিষ্কার করবেন যেভাবে

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৩, ১৩:৪২

মানুষের জীবনের নিত্যসঙ্গী স্মার্টফোন। ঘরে ও বাইরে—সব জায়গায় ফোন ব্যবহার করা হয়। ধুলা-ময়লা, আঙুলের ছাপ ও ব্যাকটেরিয়া ফোনের স্ক্রিনে প্রতিনিয়ত জমে। তবে এই জমে থাকা ময়লা সঠিক উপায়ে পরিষ্কার করতে হয়; না হলে ডিভাইসের ক্ষতি হতে পারে।


স্ক্রিন পরিষ্কারের জন্য যা ব্যবহার করবেন 


মাইক্রোফাইবার কাপড়: মাইক্রোফাইবার কাপড় স্ক্রিনের ময়লা ও ফিঙ্গার প্রিন্ট কার্যকরভাবে মুছে ফেলতে সাহায্য করে। 


বিশুদ্ধ বা ফোটানো পানি: মাইক্রোফাইবার কাপড়ে এক-দুই ফোঁটা পানি দিয়ে পরিষ্কার করা যায়। তবে স্ক্রিনের বাইরে ডিভাইসে অন্য কোনো স্থানে যেন পানি প্রবেশ না করে, তা খেয়াল রাখতে হবে। আর কলের পানি সরাসরি ব্যবহার না করে বিশুদ্ধ পানি ব্যবহার করতে হবে। কারণ, কলের পানির বিভিন্ন সূক্ষ্ম উপাদান স্ক্রিনে দাগ ফেলতে পারে। 


আইসোপ্রোপাইল অ্যালকোহল (৭০ শতাংশ) : জীবাণুনাশক হিসেবে আইসোপ্রোপাইল অ্যালকোহল (৭০ শতাংশ) ব্যবহার করতে পারেন। তবে উচ্চ মাত্রার আইসোপ্রোপাইল অ্যালকোহল ব্যবহার করা যাবে না। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে