You have reached your daily news limit

Please log in to continue


অস্ট্রেলিয়ার একাদশ ঘোষণা, সরফরাজের জায়গায় রিজওয়ান

বক্সিং ডে টেস্টকে সামনে রেখে একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। পার্থ টেস্টের একাদশ নিয়ে বক্সিং ডেতে মাঠে নামার কথা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। তবে পাকিস্তান পরিবর্তন আনতে যাচ্ছে। অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জ সামলাতে সরফরাজের জায়গায় রিজওয়ানকে এনে ১২ জনের দল ঘোষণা করেছে পাকিস্তান।

পার্থে পাকিস্তানের বিপক্ষে ৩৬০ রানের বিশাল জয়ে বড় অবদান ছিল অসিদের পেসত্রয়ী কামিন্স, স্টার্ক ও জশ হ্যাজেলউড। এছাড়া তাদের সঙ্গে স্পিনার নাথান লায়নের অবদানও ছিল অনেক। এদের জায়গা দিতেই গত বক্সিং ডে টেস্টে এমসিজিতে অভিষেক হওয়া স্কট বোল্যান্ডকে একাদশে রাখা সম্ভব হয় নি। যদিও বোল্যান্ডকে আশা দিয়ে কামিন্স জানালেন, ‘আমরা স্কটির বড় ভক্ত। আমার মনে হয় না সেটা গোপন কিছু। একই বোলিং লাইন আপ নিয়ে টানা সাত টেস্ট ম্যাচ খেলা খুবই বিরল, মাঝেমধ্যে চোট বা এরকম কিছু হয়ে থাকে। কোনও কিছু ঘটলে সে নামার জন্য প্রস্তুত। আমি নিশ্চিত কোনও একটা সময় সে খেলবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন