বিস্ফোরণে মৃত্যু, পুলিশের ‘গাফিলতিতে’ আলামত নষ্ট
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সুবর্ণসারা গ্রামের মোতালেব হোসেন সরকারের বাড়িতে বোমা বিস্ফোরণে দগ্ধ হন কুষ্টিয়ার ফজলু শেখ (৪৫)। তিন দিন চিকিৎসাধীন থাকার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। শাহবাগ থানা-পুলিশের করা লাশের সুরতহাল প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। ফজলু শেখ বোমা বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা গেছেন বলে তাঁর মৃত্যু সনদে উল্লেখ করেছেন চিকিৎসক।
বিস্ফোরণের ঘটনাটি ঘটে গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে। ফজলু মারা যান শুক্রবার। ময়নাতদন্ত শেষে আজ দুপুরে তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বজনেরা জানান, ফজলুর গ্রামের বাড়ি কুষ্টিয়া সদরের ঝিলপাড়া গ্রামে। তাঁর দুই মেয়ে এক ছেলে রয়েছে। ফজলু একাই সাভারের আশুলিয়ার নবীনগর এলাকায় থেকে ঝালমুড়ি বিক্রি করতেন। তিনি কীভাবে সিরাজগঞ্জে মোতালেবের বাড়িতে গেলেন, সে বিষয়ে তাঁদের কোনো ধারণা নেই।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বোমা বিস্ফোরণ
- বিস্ফোরণে নিহত