You have reached your daily news limit

Please log in to continue


সন্ত্রাসীদের প্রোমোট করলে বিদেশিদের বারোটা বাজবে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সিলেট-১ (সিলেট সিটি করপোরেশন ও সদর) আসনের আওয়ামী লীগের প্রার্থী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘নির্বাচন নিয়ে বিদেশিদের নানা ধরনের কথা এখন কমে গেছে। সন্ত্রাসীদের কোথাও জায়গা নেই। ওরাও (বিদেশিরা) দেখেছে, সন্ত্রাসীদের প্রোমোট (তুলে ধরলে) করলে ওদের বারোটা বাজবে। সুতরাং তারা চুপসে গেছে। তারাও বলেছে, “গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসো। এটাই সরকার পরিবর্তনের একমাত্র পথ।”’

রোববার বেলা ১১টার দিকে সিলেট নগরের জিন্দাবাজার এলাকায় এ কে আব্দুল মোমেন নির্বাচনী প্রচারণা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন।
এ কে আব্দুল মোমেন আরও বলেন, ‘যাদের প্রতি একটু নরম ছিল তারা (বিদেশিরা), তারাই এখন ওদের (বিএনপি) পছন্দ করে না। কারণ, বিএনপি এখন দল নয়, সন্ত্রাসী হয়ে গেছে। সন্ত্রাসীর জায়গা পৃথিবীর কোথাও নেই।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন