কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, রোগী ভর্তি ১৮৮ জন

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৩, ২০:৩৪

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত এক দিনে চারজনের মৃত্যু হয়েছে; হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৮৮ জন।


রোববার সকাল পর্যন্ত যে চারজনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ঢাকায় দুইজন এবং ঢাকার বাইরের দুইজন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।


সাম্প্রতিক সময়ে ডেঙ্গুর প্রকোপ কমে আসছে। অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতেও সপ্তাহের হিসাবে সেই তথ্যও দেখা গেছে। শনিবার পর্যন্ত এক সপ্তাহে আগের সাত দিনের তুলনায় মৃত্যু ও আক্রাক্ত কমতে দেখা গেছে।


অধিদপ্তরের তথ্যে দেখা যায়, মশাবাহিত এ রোগে শনিবার পর্যন্ত আগের এক সপ্তাহে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৯০ জন রোগী। এর আগের সপ্তাহে এ সংখ্যা ছিল। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা কমেছে আগের সপ্তাহের চেয়ে ৯১৯ জন, যা ৪১ দশমিক ৬০ শতাংশ কম।


মৃত্যুর হিসাবে দেখে গেছে শনিবার পর্যন্ত আগের সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। এর আগের সাত দিনে মৃত্যু হয়েছিল ২৬ জনের। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে মৃত্যু কমেছে ৪২ দশমিক ৩০ শতাংশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও