বছরজুড়ে আলোচনায় ছিলেন তাঁরাও
কারও অভিনয়জীবন তিন দশক। কারও মাত্র তিন বছরের। তাঁরা কেউ অভিনয় করেছেন মঞ্চে, কেউ টেলিভিশনে, কেউবা চলচ্চিত্রে। তবে ঠিক জমছিল না যেন! ২০২৩ সালে নাটক ও চলচ্চিত্রে তাঁরা নিজেদের অপরিহার্য করে তুলেছেন। নিজেদের সম্ভাবনার কথাও জানান দিয়েছেন। কেউ এই বছরে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। পরিচালকেরা তাঁদের নিয়ে এখন বেশি করে ভাবছেন। পর্দায় তুলনামূলক নতুন এসব শিল্পীর অভিনয়ের মুনশিয়ানায় ব্যস্ততাও বাড়ছে পাল্লা দিয়ে। বছরজুড়ে আলোচনায় থাকা এমন চার অভিনয়শিল্পী নিয়ে এই প্রতিবেদন।
বছরটা নাসির উদ্দিনের
শুরুটা আগেই হয়েছিল। টুকটাক কাজ করে যাচ্ছিলেন। তবে এ বছরটা যেন আরও বেশি মাত্রায় নিজের করে নিলেন নাসির উদ্দিন খান। দেশের সিরিজ ও চলচ্চিত্রে যেমন তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে, তেমনি ‘বলী’র মতো সিনেমা দিয়ে নিজেকে বিশ্ব চলচ্চিত্রের আঙিনায় পৌঁছে দিয়েছেন। এ বছরে তাঁর হাতে উঠেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০২২ সালে মুক্তি পাওয়া ‘পরাণ’ ছবির জন্য নাসির পার্শ্বচরিত্রের সেরা অভিনেতা হিসেবে এ পুরস্কার পান। এর বাইরে বছরজুড়ে নতুন সিনেমা ও নতুন সিরিজে যুক্ত হয়ে আলোচনায় ছিলেন নাসির। ‘প্রহেলিকা’ ছবিতে জামশেদ চরিত্রে অভিনয় করে নিজের জাত চিনিয়েছেন। চরকির ‘মাইশেলফ অ্যা