কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

৭ গোলের ম্যাচে জয় কিংসের, জয় পুলিশেরও

প্রথম আলো প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৩, ২০:১৯

কিংস অ্যারেনায় ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে বসুন্ধরা কিংসের ম্যাচটি ছিল অসম লড়াই। তাতে অনুমিত জয়ই পেয়েছে গত চারবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। তবে এক মৌসুমে দেশের ফুটবলের দ্বিতীয় স্তর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে খেলে আবার প্রিমিয়ারে ফেরা গোপীবাগের ঐতিহ্যবাহী ব্রাদার্স লড়াইটা মন্দ করেনি। দর্শকদের জন্য ম্যাচটা ছিল উপভোগ্যই। ৭ গোলের ম্যাচের স্কোরলাইন ৫-২। কিংসের ব্রাজিলিয়ান স্ট্রাইকার দরিয়েলতন গোমেজ করেছেন জোড়া গোল।


ব্রাদার্স দেশীয় তরুণ ফুটবলারদের নিয়ে গড়া দল। তবে এই দলের মূল চালিকাশক্তি তিন বিদেশি। মিসরের মোস্তফা মোহাম্মদ ও উজবেকিস্তানের ওতাবেক ভালিজেনোভ আর বানিয়োদ শোদিয়েভ। গোলকিপার মোহাম্মদ মহিউদ্দিন আজ নজর কেড়েছেন। রাব্বি হোসেন রাহুল তো দারুণ এক গোলই করেছেন। শুয়াইবুর রহমান মিজান, রুবেল মিয়ারাও চেষ্টা করেছেন কিংসের তারকাসমৃদ্ধ দলের সঙ্গে টক্কর দিতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও