একই দিনে পৃথক বিমান দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেলেন দম্পতি

যুগান্তর প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৩, ১৫:১৬

পৃথক বিমান দুর্ঘটনা থেকে অলৌকিকভাবে বেঁচে আছেন দম্পতি। দুর্ঘটনাটি একই দিনে অল্প সময় ব্যবধানে মাত্র কয়েক মাইল দূরত্বের মধ্যে ঘটেছিল।


ওই দম্পতির নাম স্টেফানো পিরিলি (৩০) এবং তার বাগদত্তা আন্তোনিটা ডেমাসি (২২) তারা দুজনই ইতালির তুরিনে যাওয়ার পথে প্লেনটি বিধ্বস্ত হয়ে মাটিতে পড়ে যান।


যান্ত্রিকত্রুটির কারণে পিরিলির বিমানটি মাটিতে পড়ে বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে তার প্রেমিকা ডেমাসির বিমানটিতেও সমস্যা দেখা দেয়। সংবাদ পেয়ে নিরাপত্তাকর্মীরা দ্রুত এসে তাদের উদ্ধার করেন।


ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, ওই দুর্ঘটনায় ডেমাসি পেলভিক ইনজুরিতে ভুগছেন এবং পাইলট রোটোন্ডো মাথায় আঘাত পেয়েছেন। অপরদিকে পিরিলি দুই আসনের ইকো সুপারের বিমানটি ধ্বংসাবশেষ থেকে অক্ষত ছিলেন।


এ বিষয়ে পিরিলি বলেন, বিমান দুর্ঘটনা থেকে কীভাবে অলৌকিকভাবে বেঁচে ফিরলাম সেটি অবিশ্বাস্য

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে