You have reached your daily news limit

Please log in to continue


প্রার্থীদের সম্পদের বিবরণী কখনো যাচাই করেনি নির্বাচন কমিশন

নির্বাচনের আগে প্রার্থীদের সম্পদের বিবরণী জমা দিতে হয় নির্বাচন কমিশনে (ইসি)। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষেও সব প্রার্থী তাদের সম্পদের হিসাব দিয়েছেন।

কিন্তু, প্রার্থীদের দেওয়া তথ্য যাচাই-বাছাইয়ের উদ্যোগ নেয়নি নির্বাচন কমিশন, যদিও তা করার সক্ষমতা আছে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটির। এতে প্রার্থীদের জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার ক্ষেত্রে ইসির আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা।

জানতে চাইলে, সম্পদের হিসাব যাচাই-বাছাইয়ে ইসির সক্ষমতা নেই বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, প্রার্থীদের সম্পদের হিসাব যাচাই-বাছাইয়ের সক্ষমতা ইসি'র থাকলে ভালো হতো। এতে বাধা নেই। কারণ সংবিধান অনুযায়ী ইসি'র যে কোনো কাজে সহযোগিতা করা নির্বাহী বিভাগের কর্তব্য।

এ বিষয়ে জানতে চাইলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ও সচিব বদিউর রহমান ডেইলি স্টারকে বলেন, 'সম্পদের হিসাব যাচাই করতে নির্বাচন কমিশন এনবিআরকে বলতে পারে। আর যাদের সম্পদ নিয়ে বেশি সন্দেহ হয় তাদের বিষয়ে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বলতে পারে। তারা এই কাজটি সহজেই করতে পারে।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন