You have reached your daily news limit

Please log in to continue


ফিলিস্তিনিদের আটকে রাখতে যে আইনের নির্বিচার ব্যবহার করছে ইসরায়েল

ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরের বেথলেহেমে বাড়িতে মায়ের পাশে বসে ঘুমার্ত চোখ কচলাচ্ছিল ইয়াজেন আলহাসনাত। আগের রাতেই ইসরায়েলি বন্দিদশা থেকে মুক্তি পেয়েছে সে। পাঁচ মাস আগে এক ভোরে বাড়িতে ইসরায়েলি সেনাবাহিনী অভিযান চালিয়ে তাকে ধরে নিয়ে গিয়েছিল।

কোনো ধরনের অভিযোগ, মামলা, প্রমাণ বা বিচার ছাড়াই ইয়াজেনকে আটক করে রাখা হয়, যাকে বলা হয় ‘প্রশাসনিক আটক’ বিধি। ব্রিটিশদের কাছ থেকে উত্তরাধিকারসূত্রে পাওয়া পুরোনো এই নিরাপত্তা বিধির অধীনে ইসরায়েল এভাবে ফিলিস্তিনিদের দিনের পর দিন কারাবন্দী করে রাখছে।

ইয়াজেন বলে, ‘তাদের (ইসরায়েল) গোপন নথি আছে। তবে তাতে কী আছে, তারা তা বলবে না।’

সম্প্রতি গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে থাকা জিম্মিদের বিনিময়ে মুক্তি পাওয়া ১৮০ ফিলিস্তিনি নারী ও শিশুদের একজন ইয়াজেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন