কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাবার মৃত্যুতেও প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রদল নেতা মিঠুর

সমকাল কাশিমপুর কেন্দ্রীয় কারাগার প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৩, ১১:১০

বাবার শেষ মুখ দেখাটাও ভাগ্যে জোটেনি কারাবন্দি ছাত্রদল নেতা ইবরাহিম কবির মিঠুর। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি। গত ২৯ নভেম্বর তাকে গ্রেপ্তার করে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে পাঠানো হয়। এখনও সেখানেই বন্দি আছেন তিনি।


বৃহস্পতিবার সকালে সাতক্ষীরায় নিজ বাড়িতে তার বাবা দাউদ আলী মোড়ল বার্ধক্যজনিত কারণে মারা যান। পরিবারে এক বোন আর সাত ভাইয়ের মধ্যে মিঠু সবার ছোট। বাবার মৃত্যুর সংবাদ পেয়ে রাজনৈতিক সহকর্মীরা ছুটে যান আদালতে। আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। সেখানে না মঞ্জুর হওয়ার পর যান ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ে। সেখানে প্যারোলে মুক্তির আবেদন করেন। তবে সেটাও হয়নি। জেলা প্রশাসক কার্যালয় থেকে বলা হয়েছে- মিঠুর দল বিএনপি অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। সেখানে তাকে কিভাবে প্যারোল দেওয়া হবে? অনেক চেষ্টা করেও বাবার মুখটা শেষবারের মতো দেখার সুযোগ হয়নি মিঠুর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও