আওয়ামী লীগের ৭৭ এমপির বাদ পড়ার কারণ কী

প্রথম আলো প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৩, ১১:৪৭

বর্তমান সংসদে থাকা আওয়ামী লীগের ৭৭ জন সদস্য এবার দলীয় মনোনয়ন হারিয়েছেন। এর মধ্যে ৬০ জন ভোটের লড়াইয়ে থাকার সাহস করেননি। দলের মনোনয়নবঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে আছেন ১৭ জন বর্তমান সংসদ সদস্য।


আওয়ামী লীগের সূত্রগুলো বলছে, আগের দুটি সংসদ নির্বাচনের সঙ্গে তুলনা করলে এবার সবচেয়ে বেশি সংসদ সদস্য দলীয় মনোনয়ন থেকে বাদ পড়েছেন। তবে দুর্নীতি, অনিয়ম, দখল, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ যেসব মন্ত্রী-সংসদ সদস্যদের বিরুদ্ধে ছিল, তাঁদের মধ্যে বাদ পড়ার সংখ্যা খুবই কম। এবার কিছু আসনে বর্তমান সংসদ সদস্যকে বাদ দিতে হয়েছে তারকা, ক্রিকেটার ও সাবেক আমলাদের জায়গা করে দিতে। আর কিছু বাদ পড়েছেন দলীয় কোন্দলের কারণে। অনেক আসনে কেন্দ্রীয় নেতা ও সাবেক ছাত্রলীগ নেতাদের জায়গা দিতে পরিবর্তন আনা হয়েছে।


এ ছাড়া বয়স ও অসুস্থতার কারণে নির্বাচনী প্রতিযোগিতা থেকে বাদ পড়েছেন কয়েকজন। তবে বেশির ভাগ ক্ষেত্রে দলীয় মনোনয়ন তাঁদের পরিবারেই আছে। বাবার নৌকা সন্তানের হাতে উঠেছে ১১ আসনে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও