বিসিএসের জট কাটছে, ৪৩-এর ফল শিগগির

www.ajkerpatrika.com প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৭

সরকারি কর্ম কমিশন (পিএসসি) চলতি বছর একসঙ্গে পাঁচটি বিসিএসের কার্যক্রম চালিয়েছিল। এতে চূড়ান্ত ফল প্রকাশে দেরির কারণে ক্ষুব্ধ ছিলেন চাকরিপ্রার্থীরা। তবে সেই জট কেটে যাচ্ছে।


পিএসসি সূত্র জানায়, চলতি বছর ৪০তম বিসিএসের নন-ক্যাডার, ৪১তম বিসিএসের ক্যাডার ও নন-ক্যাডারের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। কর্মপরিকল্পনা (রোডম্যাপ) অনুযায়ী, আগামী সপ্তাহে প্রকাশিত হতে পারে ৪৩তম বিসিএসের ক্যাডার ও নন-ক্যাডারের চূড়ান্ত ফল। ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন চলছে। গত ২৭ নভেম্বর শুরু হওয়ার তারিখ থাকলেও ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই দুই বিসিএসের চূড়ান্ত ফল যথাক্রমে আগামী বছরের আগস্ট ও সেপ্টেম্বরে প্রকাশের কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। এতে বিসিএসের জট কেটে যাবে। বর্তমানে ৪৬তম বিসিএসের আবেদন অনলাইনে নেওয়া হচ্ছে।


সূত্র জানায়, সরকারি চাকরিতে ৩ লাখ ৫৮ হাজার ১২৫টি পদ শূন্য রয়েছে। এগুলোর মধ্যে প্রথম শ্রেণির পদ ৪৩ হাজার ৩৩৬টি এবং দ্বিতীয় শ্রেণির ৪০ হাজার ৫৬১টি। বাকিগুলো তৃতীয় ও চতুর্থ শ্রেণির। প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে নিয়োগের সুপারিশ করে পিএসসি।


জানতে চাইলে গতকাল মঙ্গলবার পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন আজকের পত্রিকাকে বলেন, নানা কারণে বিসিএসের জট লেগে ছিল। কমিশনের সবার ঐকান্তিক চেষ্টায় একাধিক ফল প্রকাশ করা সম্ভব হয়েছে। আগামী সপ্তাহে ৪৩তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা সম্ভব হবে। ৪৪ ও ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল আগামী বছর প্রকাশের কর্মপরিকল্পনা রয়েছে। এতে জট নিরসন হবে। ফলে ৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল এক বছরের মধ্যেই প্রকাশ করা সম্ভব হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও