বোটক্স আসলে কী? এই ইনজেকশন কতটা নিরাপদ?

প্রথম আলো প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৩, ১৬:২১

বোটক্স হলো ব্যাকটেরিয়ার ‘টক্সিন’। হ্যাঁ। ঠিকই পড়েছেন—টক্সিন, সোজা বাংলায় যাকে বলে ‘বিষ’। ঘাবড়ে যাবেন না! টক্সিনের ঘনত্ব কমিয়ে এমন মাত্রায় এনে একে বাজারজাত করা হয়, যাতে এর কারণে মানবদেহে কোনো ক্ষতিকর প্রভাব না পড়ে। আবার যে উদ্দেশ্যে এটি ব্যবহার করা হচ্ছে, সেটিও সফল হয়।


এই বিশেষ বিষ পাওয়া যায় যে ব্যাকটেরিয়া থেকে, তার নাম ক্লস্ট্রিডিয়াম বটুলিনাম। ‘বোটক্স’ কিন্তু একটি নির্দিষ্ট কোম্পানির বাজারজাত করা পণ্য, অর্থাৎ এটি একটি ‘ব্র্যান্ড নেম’। আরও কিছু কোম্পানিও এই পণ্য তৈরি করে এবং ভিন্ন নামে বাজারজাত করে। তবে ‘বোটক্স’ নামটা এতটাই জনপ্রিয় যে ‘বটুলিনাম টক্সিন’ বোঝাতে এই নামই প্রচলিত হয়ে গেছে!

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও