কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

৪ বার পেছানো ফ্যালকন হেভি’র নতুন উৎক্ষেপণ তারিখ কবে?

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৩, ১৫:৫২

এর আগে তারিখ পিছিয়েছে চার বার। স্পেসএক্স-এর ‘সুপারহেভি’ শ্রেণির রকেট ফ্যালকন হেভি’র পঞ্চম উৎক্ষেপণ প্রস্তুতি কবে হতে পারে সে আভাস মিলল এবার।


মার্কিন বিমান বাহিনীর একটি পরীক্ষামূলক বিমান বয়ে নিতে স্পেসএক্সের তিন বুস্টারের রকেট ফ্যালকন হেভি উৎক্ষেপণের নতুন একটি সম্ভাব্য তারিখ জানিয়েছে কোম্পানিটি।


স্পেসএক্স বলেছে, আগামী উৎক্ষেপণ ২৮ ডিসেম্বরের আগে সম্ভব নয়।


উৎক্ষেপণ স্থান ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার এলাকার আবহাওয়া অনুকূল না থাকায় গত সপ্তাহে পরপর চার দিন উৎক্ষেপণ স্থগিত করেছে স্পেসএক্স, সেইসঙ্গে স্থলভাগে “অজানা বাড়তি সমস্যা”ও ছিলো বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাময়িকী ডিজিটাল ট্রেন্ডস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও