যুগান্তকারী অনুসন্ধানে চ্যাটজিপিটি’র প্রযুক্তি ব্যবহার গুগলের
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৩, ১৫:৫০
ওয়েব জায়ান্ট গুগল জানিয়েছে, নতুন জ্ঞান অনুসন্ধানে চ্যাটজিপিটির মূল প্রযুক্তির নতুন ধরনের ব্যবহার করেছে তারা।
ঠিক এক বছর আগে চ্যাটজিপিটি প্রকাশের পর থেকে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন চ্যাটবটগুলো ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। ‘লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল’ বা এলএলএম-এর উপর নির্ভর করা এই প্রযুক্তি লিখিত সাহিত্য ও দলিলের বিশাল ভাণ্ডার ব্যবহার করে লিখিত নতুন কনটেন্ট তৈরি করে।
প্রশ্নের উত্তর দেওয়া, তথ্য একত্রিত করা ও ব্যবহারিক প্রশ্নের উত্তরে সহায়তা করায় প্রশংসিত হলেও নতুন কিছু তৈরিতে এসব মডেলের সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট। এ ছাড়াও, অনেক ক্ষেত্রে ‘হ্যালুসিনেট’ করতে, বা নিজে থেকেই তথ্য তৈরি করতে দেখা গেছে এসব মডেলকে। যার অর্থ, আপাতদৃষ্টিতে নতুন দিগন্ত বলে মনে হলেও এসব তথ্যে থাকতে পারে মারাত্মক ভুল।