কম্পিউটার ভালো রাখতে রিস্টার্ট নাকি শাট-ডাউন করবেন?
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৩, ২৩:১৫
কম্পিউটার ভালো রাখতে রিস্টার্ট নাকি শাট-ডাউন করবেন তা জানা খুবই জরুরি। প্রায় সব কম্পিউটার অপারেটিং সিস্টেম, মাইক্রোসফট উইন্ডোজ থেকে ম্যাকওএস পর্যন্ত ব্যবহারকারীদের কম্পিউটার বন্ধ করার জন্য দুটি বিকল্প দেবে– রিস্টার্ট এবং শাট ডাউন।
কম্পিউটার ব্যবহারকারীরা বিভিন্ন সময়ে রিস্টার্ট এবং শাট ডাউন অপশন ব্যবহার করেন। তবে অনেকই দুটি ফাংশনের মধ্যে পার্থক্য জানেন না। যদিও একজন নতুন ব্যবহারকারীর পক্ষে তাদের মধ্যে পার্থক্য করা কঠিন হতে পারে, কারণ একজন গড় ব্যবহারকারী জানেন যে, শাট ডাউন কম্পিউটার সম্পূর্ণরূপে বন্ধ করে দেবে, কিন্তু রিস্টার্ট করার অর্থ হলো যে, কম্পিউটারটি বন্ধ হওয়ার মুহূর্তের পরেই আবার চালু হয়।