জিম্মি নিরাপত্তা নিয়ে বিক্ষোভের মুখেও গাজায় ইসরায়েলের তীব্র বোমা বর্ষণ

www.ajkerpatrika.com গাজা প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৩, ২২:২৪

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় জিম্মি উদ্ধার করতে অভিযানে নেমেছিল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। কিন্তু যেসব জিম্মিকে উদ্ধারে গিয়েছিল, তাঁদের তিনজনকে গুলি করে হত্যা করেছে তারা। এ ঘটনার পর বেশ চাপে আছে ইসরায়েল প্রশাসন। জিম্মি মুক্তি নিরাপদ করতে হামাসের ওপর হামলার মাত্রা বাড়ানোকেই একমাত্র পথ বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর সে কথা অনুযায়ী, গাজায় বোমাবর্ষণের মাত্রাও অনেক বেশি বাড়িয়েছে আইডিএফ।


ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জিম্মিদের হত্যার কথা স্বীকার করার পরই গত শুক্রবার রাত থেকে ইসরায়েলে বিক্ষোভ শুরু হয়। রাজধানী তেল আবিবে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে জড়ো হয় শত শত মানুষ। সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে সেখানে জড়ো হওয়া জিম্মিদের আত্মীয়স্বজনেরা দাবি জানায়, এখনো যারা গাজায় আটকে আছেন, তাদের উদ্ধারে যেন হামাসের সঙ্গে আলোচনা শুরু করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও