টানা বৃষ্টিতে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে ভয়াবহ বন্যা

জাগো নিউজ ২৪ অস্ট্রেলিয়া প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৩, ২২:২২

প্রায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের ফলে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড প্রদেশে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে রাজ্যটির উত্তরাঞ্চলের কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশের পাশাপাশি কিছু কিছু অঞ্চলে সতর্কতা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে এ দুর্যোগে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, কুইন্সল্যান্ড কর্তৃপক্ষ বলছে, গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় জ্যাসপারের কারণে টানা বৃষ্টিপাত হয়েছে। আর ওই বৃষ্টিপাত থেকে সৃষ্ট ভয়াবহ বন্যায় বাড়িঘর, রাস্তাঘাট, সেতু সব ডুবে গেছে। এমনকি, পরিস্থিতি এতটাই খারাপ যে, স্থানীয় বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও