You have reached your daily news limit

Please log in to continue


শরিয়াভিত্তিক ৫ ব্যাংককে চিঠি দেওয়া হয় সতর্ক করতে: বাংলাদেশ ব্যাংক

শরিয়াভিত্তিক ব্যাংকগুলো আমানত, রেমিটেন্স, ঋণ প্রবাহসহ প্রায় সব সূচকে ভালো অবস্থায় থাকলেও চলতি হিসাবে নগদ টাকার স্থিতি ঋণাত্বক হওয়ায় পাঁচ ব্যাংককে ‘সতর্ক’ করে চিঠি দেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার শরিয়াভিত্তিক ব্যাংকগুলোর অবস্থা জানাতে সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক বলেন, “পাঁচ ব্যাংককে সতর্কতামূলক চিঠি দেওয়া হয়েছে। এটা সতর্কবাণী, কোনো সিদ্ধান্ত না।"

তারল্য সংকটে থাকা শরিয়াভিত্তিক ব্যাংকগুলোর মধ্যে পাঁচটির তারল্য পরিস্থিতি গত কয়েক মাস ধরেই নাজুক অবস্থায় রয়েছে। চলতি হিসাবে ঘাটতি থাকায় ডিসেম্বরের প্রথম দিকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংককে চিঠি দেওয়া হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন