কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

একতরফা নির্বাচনে বাংলাদেশ রাষ্ট্রের শক্তি-সম্ভাবনা-ভবিষ্যৎ বিপর্যস্ত হবে: ৪০ নাগরিক

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৩, ২১:৪২

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে এখনো বিএনপিসহ বেশ কয়েকটি সমমনা দল আন্দোলনের মাঠে রয়েছে। এমন পরিস্থিতিতে যদি একতরফা নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে বাংলাদেশ রাষ্ট্রের শক্তি-সম্ভাবনা-ভবিষ্যৎ বিপর্যস্ত হবে এবং সমাজে ক্ষোভ ও বিরোধ বৃদ্ধি পাবে বলে সতর্ক করেছেন ৪০ বিশিষ্ট নাগরিক। 


আজ রোববার বিকেলে গণমাধ্যমে পাঠানো ৪০ বিশিষ্ট নাগরিক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ বিষয়ে সতর্ক করা হয়। 


বিবৃতিতে বলা হয়, ‘আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে—নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুসারে আগামী ৭ জানুয়ারি একটি একতরফা নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সরকার/নির্বাচন কমিশন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। এই নির্বাচনের আগে আগে নির্বিচারে মামলা, গ্রেপ্তার, বিতর্কিত প্রক্রিয়ায় সাজা প্রদান ও নির্যাতনের মাধ্যমে বিরোধী দলের নেতা-কর্মীদের নির্বাচন এমনকি রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ৭ জানুয়ারির নির্বাচন তাই হতে যাচ্ছে সরকারি দলের মনোনীত প্রার্থীদের সঙ্গে কেবল তাদেরই ডামি প্রার্থী ও অনুগত দলগুলোর প্রার্থীদের নির্বাচন। ফলে এই নির্বাচনে পছন্দমতো যথার্থ বিকল্প বেছে নেওয়া থেকে বাংলাদেশের নাগরিকগণ বঞ্চিত হবেন এবং নির্বাচনের মাধ্যমে প্রকৃত জনপ্রতিনিধিত্ব নির্ধারণ করা অসম্ভব হয়ে পড়বে।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও