মুক্তিযুদ্ধে ‘সিরিজ গণহত্যা’

ডেইলি স্টার প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৮

৬৮ বছরের শিখা বিশ্বাস আজও বুঝতে পারেন না, তিনি সৌভাগ্যবান কি না।


গত ৫২ বছর ধরে তিনি বয়ে বেড়াচ্ছেন তিন তিনটি গণহত্যা প্রত্যক্ষ করার স্মৃতি। মাত্র তিন দিনের মধ্যে এই দুঃসহ অভিজ্ঞতা হয়েছিল তার।


১৯৭১ সালের মে মাসে শিখার বয়স ছিল ১৬ বছর। বাগেরহাটের পৈতৃক ভিটা থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার জন্য তিনি ছুটে বেড়াচ্ছিলেন। ওই সময়ের মধ্যে তার চোখের সামনেই খুলনার বাদামতলা, চুকনগর ও ঝাউডাঙ্গায় তিনটি গণহত্যার ঘটনা ঘটে যায়।


অলৌকিকভাবে তিনবারই তিনি বেঁচে যান। কিন্তু পাকিস্তানি সামরিক বাহিনীর সেই নির্মম বর্বরতা আজও তাকে তাড়া করে বেড়ায়।


তিনি বলেন, '৫২ বছর অনেক সময়। কিন্তু রক্তাক্ত এত এত লাশের কথা ভুলব কীভাবে? এত বছর পরেও মনে হয়, এই তো যেন সেদিনই সব চোখের সামনে ঘটে গেল।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও