হুতি নিয়ন্ত্রিত ইয়েমেন থেকে আরও ২ জাহাজে হামলা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৩, ১৫:০২
গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদে লোহিত সাগরে আরও দুই বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের ক্ষমতাসীন হুতি গোষ্ঠী।
শুক্রবার এসব হামলা চালানো হয়। হুতিদের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারিয়া জানিয়েছেন, জাহাজ দু’টি ইসরায়েলে যাচ্ছিল।
এক বিবৃতিতে তিনি বলেন, “ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মেরিন সেনারা এমএসসি আলানিয়া ও এমএসসি পালেসিয়াম নামের দু’টি জাহাজের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েছে। জাহাজ দু’টি ইসরায়েলি বন্দরের দিকে যাচ্ছিল। দুটি মেরিন রকেট দিয়ে জাহাজ দু’টিতে আঘাত হানা হয়েছে।
“ইয়েমেনের মেরিন বাহিনীর ডাকে ও কড়া হুঁশিয়ারি বার্তায় সাড়া না দেওয়ায় সেগুলোকে লক্ষ্যস্থল করা হয়।”