![](https://media.priyo.com/img/500x/https://media.assettype.com/bdnews24%2F2023-12%2F7ef90138-e0f8-446a-91c8-bd17db88f2fb%2Fpope_reuters_141223_01.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=1024)
এআই নিয়ে বৈশ্বিক সিদ্ধান্ত নিতে বললেন পোপ ফ্রান্সিস
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৩, ১৫:৩৫
এআই প্রযুক্তি নিয়ন্ত্রণে বৈশ্বিক আইনি চুক্তি প্রণয়নের আহ্বান জানিয়েছেন ক্যাথলিক খ্রিষ্টান ধর্মাবলম্বীদের শীর্ষ নেতা পোপ ফ্রান্সিস।
প্রতি বছরের পয়লা জানুয়ারিকে বিশ্ব শান্তি দিবস হিসেবে পালন করে থাকে রোমান ক্যাথলিক গির্জাগুলো, যেখানে ঐতিহ্যগতভাবেই বৈশ্বিক নেতাদের কাছে বার্তা পাঠিয়ে থাকেন পোপ। তবে, এবারের পাঠানো বার্তার শিরোনাম দেওয়া হয়েছে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও শান্তি’।